বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির অনুমোদন দেয়া হয়।
এতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী কে চেয়ারম্যান ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্দা এডভোকেট সিরাজুল মোস্তফাকে সদস্য সচিব করে ১৫৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সদস্য হয়েছেন মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ির সন্তান সাবেক ছাত্রনেতা ও মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাতা এম মিজান সরদার। এম মিজান সরদার তাকে সদস্য নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আলোকিত মুন্সীগঞ্জ
Leave a Reply