মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর-শিমুলিয়া, যশলং, কামারখাড়া, দীগিরপাড় ও হাসাইল বানারী ইউনিয়নের শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার ৫ টি ইউনিয়নের দুস্ত ও অসহায়দের মাঝে প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন মুন্সীগঞ্জের ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি (এমপি)।
এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসাদ আল বারেক, সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার, কামারখাড়া ইউপি চেয়ারম্যান, লুতফর হালদার খুকু, হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, কে-শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ধীপুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লাসহ আরো অনেকে।
বিডি২৪লাইভ
Leave a Reply