আরিফ হোসেনঃ শ্রীনগরে এক স্বাস্থ্য পরিদর্শকের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার ব্রাক্ষ¥নখোলা গ্রামের ফিরোজ আলমের বাড়িতে এঘটনা ঘটে। এই ঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বাড়ির মালিক শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক ফিরোজ আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে কৌশলে ঘরের টিন কেটে দরজা খুলে প্রবেশ করে আলমারী তছনছ করে। শব্দ পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে ২ চোর দৌড়ে পালিয়ে যায়। এসময় চিৎকারে দিলে অন্য ঘরের লোকজন এগিয়ে আসে। আলমারী খুঁজে দেখা যায় চোরেরা ১২ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ৯৭ হাজার টাকা লুট করে নিয়েছে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার শান্তি দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply