মুন্সীগঞ্জ ২৫ মণের একটি ডায়মন্ড গরুর দাম হাকা হয়েছে ৮ লাখ টাকা। দৈত্যকার গুরুটি জেলার টঙ্গিবাড়ি উপজেলার জশলং ইউনিয়নের সেরজাবাদ এলাকার বিল্লাল গাজীর খামারে। তিনি প্রাকৃতিকভাবে দুই বছর যাবত গুরুটি লালন পালন করে আসছে।
ছিপছিপে কালো ও সাদা বর্ণের ষাঁড় গরুটির শরীরক ভাবে বেসবড় মোটাতাজা এতে সন্তুষ্ট হয়ে নাম দেয়া হয়েছে ডায়মন্ড। কৃত্রিম ও প্রকৃতিক ভাবে প্রজননের মাধ্যমে জন্ম নেওয়া ডায়মন্ড গরুটি গত দুই বছর যাবত নিবিড়ভাবে পরিচর্যা করে আসছেন বিল্লাল গাজী।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য ২৫ মণ ওজনের ষাঁড়টির দাম হেঁকেছেন ৮ লাখ টাকা। বিরাট ওজনের গরুটি দেখতে প্রতিদিন তার খামারে ভিড় করছে উৎসক জনতা। ন্যায্যদাম পেলে এবারের ঈদে ষাড়টি বিক্রি করবেন বলে জানিয়েছেন ষাঁড়টির মালিক ।
বিডি প্রতিদিন
Leave a Reply