প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে ২৯টি পরিবার। দেশের ছিন্নমূল অসহায় জনগন এর সর্বশেষ আশ্রয়স্থল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই মুন্সিগঞ্জ জেলার ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দকৃত ২৯টি ঘরের উদ্বোধন ঘোষণা করবেন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্নেহাশীষ দাশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বরাদ্দকৃত ২৯টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে। বাসস্থান নিশ্চিত করে প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ জমিসহ দ্বিকক্ষবিশিষ্ট একক গৃহনির্মাণ এর তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের কাজ চলমান রয়েছে।
এর মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৬টি, গজারিয়া উপজেলায় ১১টি, টঙ্গীবাড়ি উপজেলায় ৩টি, শ্রীনগর উপজেলায় ২টি, লৌহজং উপজেলায় ২টি, সিরাজদিখান উপজেলায় ৫টি সহ সর্বমোট ২৯টি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলার চর পোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের গৃহনির্মাণের নির্দেশনা প্রদান করেন। প্রকৃতার্থে তারই নির্দেশে শুরু হয় গৃহহীন পুনর্বাসন কার্যক্রম।
নিউজজি
Leave a Reply