নির্বাচিত চেয়ারম্যান বিএনপির প্রবীণ নেতা তোতা মুন্সীর মৃত্যুতে পদটি খালি হওয়ায় উপ-নির্বাচন হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম।
বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সিরাজুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৫৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা শাহিন মুন্সী চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৩০ ভোট।
নির্বাচন কর্মকর্তার বার্তায় জানানো হয়, উপ-নির্বাচনে মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপর প্রার্থীদের মধ্যে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবু সিদ্দিক পেয়েছেন ৮৭ ভোট, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. সুজন পেয়েছেন ৫৫ ভোট, অটোরিকশা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান পেয়েছেন ৪৩ ভোট, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. মামুন বেপারী পেয়েছেন ১৬ ভোট।
ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৭১ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯ হাজার ৪০৮ জন।
ইউনিয়নটির নির্বাচিত চেয়ারম্যান বিএনপির প্রবীণ নেতা তোতা মুন্সীর মৃত্যুতে পদটি খালি হওয়ায় উপ-নির্বাচন হয়।
বিডিনিউজ
Leave a Reply