জেলার গজারিয়া উপজেলার হোগলাকান্দিতে সোমবার রাতে চলন্ত লঞ্চে বিদ্যুতায়িত হয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজ ছাত্র নিলয়ের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজের প্রায় ৮ ঘন্টা পর মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে। এরপর কান্নার রোল পড়ে যায় হোগলাকান্দি গ্রামে । বনভোজন নিয়ে যেখানে গ্রামটিতে ছিল উচ্ছাস সেখানে শোকের মাতম।
তার সাথে থাকা আরও ৭ বন্ধু আহত রিফাত, মিনহাজ, ফয়সাল প্রধান, রাব্বি, শাকিল, নাহিদ ও শরিফকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রাম সংলগ্ন মেঘনার শাখা পাঙ্গাসিয়া ছোট নদীতে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া সরকারি কলেজর একাদশ শ্রেণীর ছাত্র নিলয় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ডা. মোহাম্মদ আলীর ছেলে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। সকালে পাঙ্গসিয়া খাল থেকে নিলয়ের লাশ উদ্ধার করা হয়।
গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, পিকনিক যাওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে এমএল হাসিব নামে একটি লঞ্চ ভাড়া করেন তারা। লঞ্চটি গ্রামে নিয়ে আসার পথে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খাল দিয়ে লঞ্চ নেয়ার জন্য বিদ্যুতের ঝুলন্ত তারের নিচ দিয়ে যাওয়ার সময় লঞ্চের ওপরে থাকা নিলয় হাত দিয়ে তার উঁচু করার চেষ্টাকালে বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে পানিতে তলিয়ে রায়। আর তার সাথে থাকা অন্যরা আহত হন এবং কয়েকজন পানিতে পড়ে যান। অন্যেরা তীরে উঠতে পারলেও নিলয়কে পাওয়া যাচ্ছিল না।
বাসস
Leave a Reply