রাহমান মনি: প্রাক্তন প্রধানমন্ত্রী শিনযো আবে হত্যাকাণ্ডে নিজ ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন জাপানের পুলিশ এজেন্সির প্রধান নাকামুরা ইতারু। আবের উপর প্রাণঘাতী হামলার সময়ের
নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা করা একটি প্রতিবেদন প্রকাশের পর এই ঘোষণা দেন তিনি। প্রতিবেদনে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি তুলে ধরা হয়েছে। যার দায় তিনি এড়াতে পারেন না বলে উল্লেখ করেন ।
ঘোষণায় নাকামুরা ইতারু বলেন, “জাতীয় পুলিশ এজেন্সির বিশ্বাস যে এধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই লক্ষ্যে নতুন এক ব্যবস্থার আওতায় নতুন নিরাপত্তা প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে স্থির ভাবে পদক্ষেপ বাস্তবায়ন করা আবশ্যকীয়। কর্মী ব্যবস্থাপনা পুর্নগঠনের চেষ্টায় আজ আমি সরকারী নিরাপত্তা কমিশনের কাছে আমার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছি।”
এর আগে গত মঙ্গলবার নারা জেলা পুলিশের প্রধান ওনিযুকা তোমোয়াকিও পদ ছেড়ে দেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
আগামীকাল শুক্রবার মন্ত্রীসভার এক বৈঠকে নাকামুরার পদত্যাগ অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে।
হামলার আলোকে নিরাপত্তা পদক্ষেপ পর্যালোচনা করে এর ফলাফল এজেন্সি প্রকাশ করে। ঘটনাস্থলে অপর্যাপ্ত পরিমাণ নির্দেশ এবং তথ্য ভাগাভাগি করে নেয়ার সাথে নিরাপত্তা পরিকল্পনায় ত্রুটি পেয়েছে তারা। সন্দেহভাজন ব্যক্তি তেতসুইয়া ইয়ামাগামি যে আবের নিকটে পৌঁছানোর চেষ্টা করছিল, তা লক্ষ্য করতে পুলিশ ব্যর্থ হয় বলে এজেন্সি আরও জানিয়েছে।
ইয়ামাগামি জাপানের নারা শহরের বাসিন্দা। তার বয়স ৪১ বছর। তিনি দেশটির নৌবাহিনীর জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সাবেক সদস্য বলে জানা গেছে।
এদিকে সরকার জানিয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর ভাবে পর্যালোচনা করে দেখা এবং জেলা পুলিশের সাথে এজেন্সির সংশ্লিষ্ঠতা জোরদার করে তোলার পরিকল্পনা করছে তারা। প্রায় গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মত নিরাপত্তা নীতিমালা পুর্নগঠনের মাধ্যমে এটা করা হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলে নারা শহরে এক নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শিনযো আবেকে বক্তব্য রাখাকালীন সময়ে গুলী করে হত্যা করা হয় । সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় কোন এক ধরণের ত্রুটি থাকতে পারে বলে জাতীয় পুলিশ এজেন্সি সন্দেহ করছে।
সুত্র – জাপান মিডিয়া
Leave a Reply