গজারিয়ায় বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা অর্থদণ্ড

গজারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও অবিভাবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে । শুক্রবার ২৩ সেপ্টেম্বর) দুপুরে বাউশিয়া ইউনিয়নের পূর্ব নয়াকান্দি গ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে বাল্যবিবাহ বন্ধ করা সহ অভিভাবককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জিএম রাশেদুল ইসলাম।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশিদুল ইসলাম জানান, পাত্রীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে উপস্থিত সবার সম্মুখে ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য হাকিম আলী দেওয়ানকে দায়িত্ব প্রদান করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

নিউজজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.