মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শ্রীনগর উপজেলার কোঠায় সদস্য পদে বিনা প্রতিদ্বদ্বিতায় মনোনীত হয়েছেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমত। এর আগেও তিনি মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রির্টানিং অফিসার মো. বসির আহমেদের কাছে শ্রীনগর উপজেলার অপর দুই সদস্য প্রার্থী মো. ইকবাল হোসেন মাস্টার ও অ্যাডভোকেট কামরুল হাসান প্রার্থীতা প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বদ্বিতায় এম মাহবুব উল্লাহ্ কিসমত সদস্য পদে মনোনীত হন।
এম মাহবুব উল্লাহ্ কিসমত সদস্য পদে মনোনীত হওয়ার খবরে শ্রীনগর তার সমর্থকরা আনন্দ উল্লাস করেন। এ উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিউজজি
Leave a Reply