মুন্সীগঞ্জ সদরের বাগেশ্বরে বজ্রপাতে মনির সৈয়াল (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনার ঘটে। নিহত মনির মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার গ্রামের কাদির সৈয়ালের ছেলে।
পরিবার সূত্র জানা গেছে, নিহত মনির দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টি সাথে বজ্রপাত হলে তিনি জমিতে পড়ে যান। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: রুহুল আমিন বলেন, বজ্রপাতে নিহত মনির সৈয়ালকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। তবে তার শরীরে বজ্রপাতে দগ্ধ হবার কোনো চিহ্ন নেই। বজ্রপাতের সময় বিকট শব্দে তিনি স্টোক করে মৃত্যু বরণ করতে পারে বলে জানান তিনি।
নয়া দিগন্ত
Leave a Reply