শ্রীনগরে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের তক্ষকসহ সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার সিংপাড়া বাজার থেকে আটপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আলী (৪০)কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজারের বিদেশে পাচারের উদ্দেশ্যে জীবিত বন্যপ্রাণী তক্ষক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভাগ্যকূল ক্যাম্পের র্যাবের একটি টিম অভিযান চালায়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত মো. আলী কেলে জানায়, তক্ষকটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। কেলের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শ্রীনগর থানায় মামলা হয়েছে। শ্রীনগর থানায় র্যাবের দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, র্যাব তক্ষকটি শ্রীনগর উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেন খানের কাছে হস্তান্তর করেছে।
মানবজমিন
Leave a Reply