মুন্সীগঞ্জে পুলিশের বিরুদ্ধে বিএনপির করা মামলার আবেদন খারিজ

মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে করা মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মত রহিমা আক্তারের আদালত সোমবার (১০ অক্টোবর) বিকাল ৪টার দিকে আবেদনটি খারিজের আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী কৃষক দলের নির্বাহী সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য সংগ্রাহক কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে শাওনকে হত্যার অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ও মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামানসহ ৯ পুলিশের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জন পুলিশ সদস্য ও ২০০-৩০০ জন অজ্ঞাত উল্লেখ করে বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ দেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই লিখিত আবেদনের ভিত্তিতে শুনানি শেষে ১০ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ বিকালে মামলার আবেদন খারিজ করেন বিচারক।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৪টার দিকে মামলার আবেদনটি ২০৩ ধারায় খারিজ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মত রহিমা আক্তারের আদালত।

বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.