শ্রীনগরে যৌতুকের জন্য শিল্পী বেগম (৩৭) নামক এক গৃহবধূকে অমানবিক নির্যাতন করেছে পাষণ্ড স্বামী ও তার পরিবারের লোকজন। বর্তমানে ওই গৃহবধূ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার পাটাভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে ওই গ্রামের আব্দুল জব্বার ঢালির মেয়ে শিল্পীর সাথে একই গ্রামের মৃত হাসেম আলীর পুত্র আবু কালামের সাথে প্রায় ২০ বছর পূর্বে বিয়ে হয়।
বিয়েতে চাহিদামতো যৌতুকও দেওয়া হয়। বিদেশ যাবে এই অজুহাতে আবু কালাম গত ৮-৯ মাস ধরে স্ত্রী শিল্পী বেগমকে তার বাবার বাড়ি থেকে নতুন করে ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে।
সম্প্রতি আবু কালাম অন্য এক মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। ৫ লাখ টাকা না দিলে ওই মেয়েকে বিয়ে করবে বলে স্ত্রীকে জানিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র গত শুক্রবার গভীর রাতে আবুল হোসেনের সাথে শিল্পীর ঝগড়া হয়।
এ সময় আবু কালাম ও তার পরিবারের লোকজন মিলে শিল্পীকে পিটিয়ে গুরুতর আহত করে। সংবাদ পেয়ে শিল্পী বেগমের স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শিল্পী বেগম বাদী হয়ে তার স্বামী আবু কালামসহ ৭ জনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা করেছেন।
গৃহবধূ শিল্পী বেগম বলেন, মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা আমাকে হুমকি-ধমকিসহ নানা ভয়-ভীতি দেখাচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মাসুদ মোল্লা বলেন, মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
যুগান্তর
Leave a Reply