যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় চার পিস সোনার বারসহ দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন– শরীয়তপুরের পালং থানার চাতানিকানদি গ্রামের আব্দুল হালিমের ছেলে ইমাম হোসেন জীবন (২৪) এবং মুন্সীগঞ্জ সদরের ব্যাপারীবাড়ীর মাখন ব্যাপারীর ছেলে দুলাল হোসেন ব্যাপারী (৪৭)।
বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, সোনা পাচারকারী সন্দেহে দুই জন পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জেরা করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের মধ্যে ইমাম হোসেন জীবন স্বীকার করেন, তার পেটের ভেতর বিশেষ কায়দায় সোনা লুকানো রয়েছে। পরে এক্সরে করে পেটের ভেতর চার পিস সোনার বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। সোনার বারসহ জীবনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। দুলাল হোসেন ব্যাপারীর কাছে কিছু পাওয়া যায়নি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলা ট্রিবিউন
Leave a Reply