মাহবুব আলম জয়: ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সিগঞ্জ সদরের সার্বিক সহযোগিতায় পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের মাধ্যমে কৃষি উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের পুকুর পাড়া গ্রামের কৃষক সিরাজ খানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬ প্রদান করা হয়।
এতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে পুরস্কার বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি কৃষক সিরাজ খান এর হাতে ব্রোঞ্জ পদক, সম্মাননা সার্টিফিকেট এবং ২৫ হাজার টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ ম রেজাউল করিম এমপি মাননীয় মন্ত্রী মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি, কৃষিমন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম প্রমুখ।
এ সময় কৃষি উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানে বাংলাদেশের ৪৪ জন কৃষক ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের ভূষিত করা হয়।
নিউজজি
Leave a Reply