‘বাপ-দাদার জমি ছাড়ব না, অধিগ্রহণ মানব না’—এই স্লোগান দিয়ে গতকাল শনিবার উঠান বৈঠক করেছে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমণ্ডল ইউনিয়নের ক্ষতির আশঙ্কায় থাকা বাসিন্দারা। মেদিনীমণ্ডল ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের জন্য ‘প্যানারোমা কমপ্লেক্স’ তৈরির জন্য সরকার পদ্মা সেতু উত্তর থানার উল্টো দিকে প্রায় ১০০ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে। এর প্রতিবাদেই এই উঠান সভা।
স্থানীয় বাসিন্দা তারেক খান বলেন, ‘এর আগের প্রকল্পগুলোতে জমি দিলেও আমাদের কাউকে সেখানে পুনর্বাসন করা হয়নি, বরং যারা ভাড়াটিয়া ছিল, তারা পুনর্বাসনের আওতায় প্লট পেয়েছে।
এখন মুক্তিযোদ্ধাদের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগেও আমাদের পুনর্বাসনের সুযোগ থাকছে না। এমন পরিবার আছে, যার শেষ সম্বল ভিটেমাটিটুকু চলে যাবে। সে যে টাকা সরকারের কাছ থেকে পাবে, তা দিয়ে নতুন করে আর জায়গা কিনে বাড়ি করা সম্ভব হবে না। আমরাও সরকারের উন্নয়নের পক্ষে, তবে আমাদের বাঁচিয়ে উন্নয়নমূলক কাজ করতে হবে। ’
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম বলেন, ‘এখন যে অধিগ্রহণ হবে, এতে পাঁচ থেকে সাত শ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া সরকার দামও অনেক কম দিচ্ছে। অথচ পাশের ইউনিয়নে অনেক হিন্দু সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় আছে। সরকার ইচ্ছা করলে সেখানে অধিগ্রহণ করতে পারে। ’
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল এ বিষয়ে বলেন, ‘প্রকল্পটি খুবই প্রাথমিক পর্যায়ে, সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। সরকার এটি এগিয়ে নিলে অবশ্যই জমির মালিকদের সঙ্গে আলোচনা করে অধিগ্রহণের কাজে হাত দেওয়া হবে। এখানেই এটি হবে—এখনো তা চূড়ান্ত হয়নি। আরেকটি সম্ভাব্য স্থান হচ্ছে জাজিরা উপজেলায়। ’
কালের কন্ঠ
Leave a Reply