৯৯৯-এর সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আবদুল্লাহ আদনান (২৪), মো. সাব্বির হোসেন (২৫), মো. ইমন (৩৫)। বৃহস্পতিবার দুপুর ১২টায় গজারিয়া থানায় মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. মনিরুজ্জামান।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় গজারিয়া হোটেলের সামনে থেকে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হয়। প্রাইভেটকারের পেছনে থাকা দুইটি ব্যাগে মোট ২০ কেজি গাঁজা ও প্রাইভেটকার চালকসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
যুগান্তর
Leave a Reply