মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে একই দিনে দুই নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, কুয়েত প্রবাসী মো. জহিরুলের স্ত্রী সুমী বেগম (২৫) গতকাল শনিবার ফোনে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গভীর রাতে বাড়ির সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে রবিবার সকালে তার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সুমীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে, একই গ্রামের আব্দুল আজিজের মেয়ে উম্মে হাবিবা (২০) মায়ের সঙ্গে অভিমান করে ইদুরের ওষুধ খেলে স্বজনরা তাকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃতু হয়।
সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, দুই নারী পারিববরিক কারণে আত্মহত্যা করেছে। উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
জনকন্ঠ
Leave a Reply