শ্রীনগরে সরকারি জমি দখল, ব্যাহত হচ্ছে মুজিববর্ষের ঘর নির্মাণ

শ্রীনগরে সরকারি জমি দখল করে রাখায় মুজিববর্ষের ঘর নির্মাণ ব্যাহত হচ্ছে। গত রোববার দুপুরে উপজেলার ষোলঘর এলাকায় গিয়ে এ চিত্র দেখা গেছে। শ্রীনগর উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ষোলঘর মৌজার ৬৬২৬ দাগের ২ একর পরিমাপের খালটির পরিত্যক্ত প্রায় ৫০ শতাংশ ভরাট করা হয়। প্রায় ১০০ ফুট চওড়া খালটির ভরাটের পূর্ব পাশ রাস্তা হিসাবে ব্যবহার শুরু করে। পশ্চিম পাশের কিছু অংশ পাশের লোকজন দখল করে নেয়। ২০২০ সালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে জমিসহ পাকা ঘর প্রদানের লক্ষে ১০৩/২০২০-২০২১ মিস কেসের মাধ্যমে ৩০ শতাংশ জায়গার শ্রেণি পরিবর্তন করা হয়। পরবর্তীতে সেখানে ৩ ধাপে ৭টি ঘর নির্মাণ করে বরাদ্দ দেয়া হয়। সম্প্রতি সেখানে চতুর্থ ধাপে ৮টি ঘর নির্মাণ শুরু হয়। কিন্তু ওই এলাকার কাজী মুহিত তার বাড়ি সংলগ্ন একটি ঘরের সমপরিমাণ সরকারি জায়গা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ এবং গাছ লাগিয়ে দখল করে রাখে। সরজমিন গিয়ে দেখা যায়, ভূমি অফিস জায়গাটি পরিমাপ করে লাল নিশানা দিয়ে রাখা হয়েছে।

এই বিষয়ে বক্তব্য নেয়ার জন্য কাজী মুহিতের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক বলেন, অবৈধ দখলের কারণে ঘর নির্মাণ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে সীমানা নির্ধারণ করে নিশানা দেয়া হয়েছে। দ্রুত সেখানে ঘর নির্মাণ শুরু হবে। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। ষোলঘরে নাল জমিতে এই প্রকল্পের ৩ ধাপে ঘর নির্মাণ ও বরাদ্দ দেয়া হয়েছে। কোনো সমস্যা হয়নি। এখন চতুর্থ ধাপে সেখানে ঘর নির্মাণের সময় বাধা আসছে। যারা বাধা দিয়ে মুজিববর্ষের ঘর নির্মাণে অসহযোগিতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন হতে পারে।

মানবজমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.