ফেনসিডিলসহ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদে প্রিন্সকে (২২) আটক করেছে র্যাব। এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর কেরানীগঞ্জে হাজী কালুর বাড়ির দ্বিতীয়তলা ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক ফাহিম শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার পারভেজের ছেলে। আটক অপর তিনজন হলেন- হুমায়ুন কবির (৩৬), ইমরান মাহমুদ (৩১) ও শরীফ হোসেন।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ থানীধীন বন্দ নজরকান্দা মনু ব্যাপারীর গলিস্থ হাজী কালুর বাড়িতে ফেনসিডিল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন মাদক ব্যবসায়ী আত্মগোপনের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। পরে আটকদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া জাগো নিউজকে বলেন, র্যাব বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
আরাফাত রায়হান সাকিব/এসজে/জিকেএস
Leave a Reply