রাহমান মনি: ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং দুর্বল হয়ে চলা ইয়েন সংক্রান্ত সমস্যা সমাধান করার লক্ষ্যে একটি অর্থনৈতিক প্যাকেজ অনুমোদন করেছে জাপান সরকার
আজ শুক্রবার প্রধানমন্ত্রী কিশিদার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক বিশেষ বৈঠকে ৩৯ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ২৭ হাজার কোটি মার্কিন ডলারের সমতুল্য এই প্যাকেজটি অনুমোদন করে।
দিনশেষে কিশিদা ফুমিও তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করোনা এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার পদক্ষেপ হিসেবে বিভিন্ন প্যাকেজ- এর ঘোষণা দেন । কিশিদা বলেন , যে পদক্ষেপ নেয়া হয়েছে তা জিডিবি’র ৪.৬ শতাংশ ।
কিশিদা বলেন , দেশে বিদ্যুৎ বিল বেড়ে চলেছে এবং তার সরকার তা প্রায় ২০% কমিয়ে আনতে চাইছে। আগামী জানুয়ারি মাস থেকে প্রতি কিলোওয়াট ঘণ্টার জন্য ৭ ইয়েন করে ভর্তুকি দেয়া শুরু করার পরিকল্পনা করছে। এই জন্য সরকার কে ৩০ ট্রিলিয়ন ইয়েন বা ২০৪ কোটি ডলার অতিরিক্ত ব্যয় করতে হবে ।
সরকার সিটি গ্যাসের জন্যও একটি পরিকল্পনা করছে। পরিবার বা ব্যবসায় ব্যবহৃত গ্যাসের প্রতি ঘনমিটারের জন্য ৩০ ইয়েন ভর্তুকি দেয়ার পরিকল্পনা করছে সরকার।ছাড়াও ডিজেল এর দামও কমিয়ে আনা হবে ।
এছাড়াও পরিবার প্রতি ৪৫ হাজার ইয়েন এবং ছোট শিশু থাকা পরিবারকে ১ লাখ ইয়েন করে দেয়া হতে পারে বলে উল্লেখ করেন কিশিদা ।
পর্যটন খাতে আভ্যন্তরীণ ভ্রমনে পরিবার প্রতি ৪৫ হাজার ইয়েন ভর্তুকি দেয়ার পরিকল্পনার কথা জানান তিনি ।
এই অর্থনৈতিক প্যাকেজের তহবিল সংগ্রহের জন্য একটি সম্পূরক বাজেট প্রণয়নের দরকার পড়বে সরকারের । আগামী মাসে তা করার পরিকল্পনা করছে সরকার, যাতে সংসদের বর্তমান অতিরিক্ত অধিবেশনে এটি অনুমোদন করিয়ে নেয়া যায়।
Leave a Reply