মুন্সীগঞ্জে মঞ্জু গমেজ (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত শনিবার রাত ১০টার দিকে সিরাজদিখানের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি ড্রামে ৩১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
র্যাব-১০ শ্রীনগর ক্যাম্পের নায়েব সুবেদার মো. হাবিবুর রহমান জানায়, সিরাজদিখান উপজেলা বড়ইহাজী মিশন রোড এলকায় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ৩১৫ লিটার চোলাই মদসহ মঞ্জু গমেজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যায়।
সুবেদার হাবিব আরও জানান, মঞ্জু গোমেজ দীর্ঘদিন অবৈধভাবে সিরাজদিখানের বিভিন্ন এলাকায় চোলাই মদ বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘আসামির বিরুদ্ধে মাদক আইনের নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে।’
এনটিভি
Leave a Reply