শ্রীনগরে সিএনজি উল্টে মো. শাহজালাল (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত শাহজালাল শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামে।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ – শ্রীনগর সড়কের উপজেলা ছনবাড়ী এলাকায় শাহজালালকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশা উল্টে যায়।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ থেকে সিএনজি যোগে শ্রীনগরে আসার পথে দুপুর দুইটার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় শাহজালালের বহনকারী সিএনজিটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
ষোলঘর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন তার মৃত্যুতে আমরা শোকাহত।
যুগান্তর
Leave a Reply