নৌকার প্রচারণার ভিডিও বিএনপির বলে ছাত্রদল নেতার পোস্ট

নদীপথে এগিয়ে চলছে ট্রলারের বহর, প্রতিটি ট্রলারে মানুষের গাদাগাদি। ৩৮ সেকেন্ডের এমন একটি ভিডিও ক্লিপ ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি লেনিন খান মোরশেদ।

পোস্টে তিনি লিখেছেন, ‘পুরো বরিশালে এখন ঈদের আমেজ’। ভিডিওর কমেন্টে ‘বরিশালের বিএনপির সমাবেশে নেতাকর্মীরা আসছে’ বলে দাবি করে কেউ জানাচ্ছেন শুভেচ্ছা, কেউ করছেন দোয়া, আবার কেউ করছেন সরকারবিরোধী নানা মন্তব্য। ৯ ঘণ্টায় ওই ভিডিওতে ভিউ সাড়ে সাত লাখ। তবে ভিডিওটি বরিশালের নয়, বরং মুন্সিগঞ্জের।

মুন্সিগঞ্জের হোসেন্দী ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচারণার ভিডিও বলে নিশ্চিত হওয়া গেছে। ভিডিওর কমেন্টেও এমন মন্তব্য করেছেন অনেকেই।

অনুসন্ধানে জানা যায়, গত ২ নভেম্বর অনুষ্ঠিত হয় গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের আগে গত ২৯ অক্টোবর ইউনিয়নটির চর বলাকী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মেঘনা নদী বেষ্টিত চর বলাকীর ওই সভায় যোগ দিতে নৌকায় চড়ে যান নেতাকর্মীরা। ভিডিওটি নৌকার পক্ষের সেই প্রচারণা যাত্রার। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বহরে থাকা গজারিয়ার স্থানীয় একাধিক নেতাকর্মী ও সাংবাদিক।

গজারিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি নাইম মৃধা বলেন, ওই ভিডিওটি হোসেন্দী ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতীক সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনী শোডাউন।

উপজেলা ছাত্রলীগের এক নেতা ইমরান বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর সভা যোগ দিতে যাওয়া লোকজনের ভিডিও বিএনপির বলে চালিয়ে দেওয়া হচ্ছে। গজারিয়া উপজেলার হাজার হাজার মানুষ সাক্ষী ওই বহরের। ভিডিওতে তো শুনা যাচ্ছে যে নৌকা মার্কার গান হচ্ছে।

গজারিয়া উপজেলার স্থানীয় সাংবাদিক গাজী পারভেজ ছাত্রদল নেতার পোস্টে কমেন্ট করে লেখেন, গত ২ নভেম্বর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নির্বাচনী জনসভার এই ভিডিও ভাই।

এ বিষয়ে মোবাইলফোনে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি লেনিন খান মোরশেদ বলেন, বরিশাল রুটে বাস-লঞ্চ বন্ধ, তাই কালকের (শুক্রবারের) সমাবেশে যোগ দিতে আমাদের নেতাকর্মীরা নদীপথে ট্রলারে করে আসছেন, এই ভিডিওটা তাদের।

ভিডিওটি আপনি করেছেন, অনেকেই এটি মুন্সিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণার ভিডিও বলে দাবি করছেন, এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, আমি ভিডিওটি করিনি, ফেসবুক থেকে পেয়েছি। ফেসবুকে অনেকে পোস্ট করেছেন, আমি ডাউনলোড করে পোস্ট করেছি। মুন্সিগঞ্জের কি না আমি জানি না। আমাদের বরিশালে প্রচুর মানুষ নদীপথে আসে, তাদের মনে করে পোষ্ট করেছি। কাদের ভিডিও আমি নিশ্চিত না। এখন ডিলিট করার হলে করে দেবো।

আরাফাত রায়হান সাকিব/আরএডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.