মুন্সিগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটি ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন নীলফামারী জেলার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫০) ও রংপুরের মৃত আব্দুল হাকিমের ছেলে রাকিব হোসেন (২২)।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, দগ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের বুকের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। অপরজনের দুই পা দগ্ধ হয়েছে।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী জানান, প্রতিষ্ঠান থেকে ঢাকায় লোক পাঠিয়ে দগ্ধ শ্রমিকদের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস
Leave a Reply