শ্রীনগরে হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগে প্রতিবাদ সভা

শ্রীনগর উপজেলার বাঘড়ায় বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর-দোহার সড়কের রুদ্রপাড়া এলাকার ইমরান বেপারী অটো গ্যারেজে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন খাঁ, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল, ব্যবসায়ী মনির বেপারী (সৌদি আরব), আমিনুল খাঁ, মো. রহমান, রুবেল মাঝি, আব্দুল রশিদ, রাসেল, চাঁন খাঁ, কাইয়ুম বেপারী, নাজির চোকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, রুদ্রপাড়া গ্রামের আব্দুল মালেক খান ও কাইয়ুম বেপারীদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ থাকায়। উভয় পক্ষের সম্মতিক্রমে প্রায় ২ মাস আগে স্থানীয়ভাবে সমাধানে বসে মোট সম্পত্তির মধ্যে সাড়ে ৮ শতাংশ জমি আব্দুল মালেক খানকে বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। অথচ কিছুদিন পর রহস্যজনক কারণে আব্দুল মালেক খান ১১ জনকে বিবাদী করে মুন্সিগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট ৩নং আমলী আদালতে মামলা দায়ের করেন। সিআর মামলা নং-৩৬৪/২০২২। আব্দুল মালেক খান মিথ্যার আশ্রয় নিয়ে হয়রানিমূলক মামলায় তাদেরকে আসামি করেছেন। মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সত্যের জয় হবে।

মামলাটির বাদী আব্দুল মালেক খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বষিয়ে কথা বলতে রাজি হননি।

উক্ত মামলায় উল্লেখিত স্বাক্ষীদের মধ্যে আব্দুল, আ. ছাত্তার, আ. কুদ্দুস, ইয়ানুছ বেপারী জানিয়েছেন মামলায় তাদেরকে স্বাক্ষী রাখার বিষয়ে তারা জানতেন না। ঘটনার বিষয়েও তারা অবগত নন।

নিউজজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.