অবশেষে লৌহজংয়ে হানাদারমুক্ত দিবস পালন

মিজানুর রহমান ঝিলু: গত ১৪ নভেম্বর ছিল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পাকিস্তানি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের পর থেকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা প্রতিবছর দিবসটি পালন করে আসছিলেন। কিন্তু গত সোমবার কোনো কর্মসূচি না থাকায় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে গতকাল সোমবার গ্রামনগর বার্তায় প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এতে সভাপতিত্ব করেন সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল। ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সীর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার মাহবুব-উল-আলম বাহার, হুমায়ুন কবির, দিদার হোসেন, নজরুল ইসলাম লাল প্রমুখ।

ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী ভারতে অবস্থান করায় ও কয়েকজন দায়িত্বশীল মুক্তিযোদ্ধা অসুস্থ থাকায় গত সোমবার লৌহজং পাক-হানাদারমুক্ত দিবস পালন করা হয়নি।

গ্রামনগর বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.