মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জ শ্রীনগরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভা শেষে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সম্মেলনস্থলের বাইরে শ্রীনগর স্টেডিয়ামের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলোচনা সভা শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার পথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শাহজালাল ও অনিক ইসলামের সমর্থকরা বাগবি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কিল-ঘুষি ও লাঠিপেটায় ৩ জন আহত হয়।

তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের বিষয়ে এখনও কিছু জানিনা।

সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.