মুন্সীগঞ্জের গজারিয়ায় রাস্তায় কাজ করার সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. সিদ্দিক হোসেন (৩২) নামে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন।
রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে চারটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা সহকর্মী আল-আমিন জানান, আমরা সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী। গজারিয়ায় হাইওয়ে রোডে পিচ ঢালাইয়ের কাজ করার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি গজারিয়ার রসুলপুর গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমীন/এমএইচআর/জেআইএম
Leave a Reply