বিলুপ্তির পথে কাঠের তৈরি নৌকা

নদীমাতৃক বাংলাদেশে নৌকাই ছিল আদি বাহন। এ দেশে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদী-নালা, খাল-বিল, হাওর-বাওর। আবহমান কাল থেকে এই জলধারায় বিভিন্ন ধরনের নৌকা বয়ে চলছে, কিন্তু দিনে দিনে এসব নদ-নদী, খাল-বিল হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে সেই সাথে বিলুপ্ত হচ্ছে নানা রকমের কাঠের তৈরি নৌকাও।

পালতোলা সারি সারি নৌকার নৈসর্গিক দৃশ্য যেনো আজ স্বপ্নের মত। এখন পাল তোলা নৌকার দেখা মিলে না। একসময় বাংলাদেশ কাঠের তৈরি নৌকার মধ্যে যেমন সাম্পান নৌকা, গয়না নৌকা, বজরা নৌকা, বাইচের নৌকা, ময়ূরপঙ্খী নৌকা, ডিঙ্গি নৌকা, মাছ ধরা নৌকা, দেখা যেতো।

কালের বিবর্তনে লোহার তৈরি নৌকার কাছে হার মেনে বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলার মানুষ পরিচিত সেই নামকরা কাঠের তৈরি নৌকা।

নদীতে সারি সারি পাল তোলা কাঠের তৈরি নৌকার সেই মনোরম, মনোহর ও মনোমুগ্ধকর দৃশ্য এখন শুধুই স্মৃতি। একসময় গ্রামাঞ্চলের ঘাটে সারি সারি পাল তোলা নৌকা বাঁধা থাকতো। এখন যান্ত্রিক লোহার তৈরি নৌকা ও স্পিডবোট তার স্থান দখল করে নিয়েছে। যুগের হাওয়া বদলে গেছে যান্ত্রিক যানবাহন হটিয়ে দিচ্ছে জীবন নির্ভর যানবাহনকে। শেকড় সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হচ্ছে জীবন। নদী আর নৌকা ছিল বাঙালির গ্রাম্য জীবনের বহমানতা। সভ্যতার পালে লেগেছে হাওয়া, ছুটছে মানুষ দ্রুত। কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে তা কারো জানা নেই।

নৌকা পৃথিবীর অনেক দেশে ক্রীড়া ও প্রমোদের জন্য ব্যবহৃত হলেও নদীমাতৃক বাংলাদেশে নৌকা যাতায়াতের অন্যতম মাধ্যম। এছাড়া পণ্য পরিবহণ ও জেলেদের মাছ ধরার কাজে নৌকার ব্যবহার হয়ে থাকে।

নৌকা বর্ষাকালে নদীমাতৃক বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রচুর ব্যবহার হয়। বিশেষ করে দেশের নদী বিস্তৃত গ্রাম অঞ্চলের কৃষকরা কৃষি কাজ, যোগাযোগের প্রধান মাধ্যম কাঠের তৈরি নৌকা।

সুশীল সমাজের মতামত যান্তিক যোগে কাঠের তৈরি নৌকা হারিয়ে যাওয়ার পথে, নদী পথে নৌকা দেখা গেলেও তা লোহার তৈরি নৌকা দেখা যায়।

নিউজজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.