মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে ১ ও ২নং ওয়ার্ডে আনারপুরা ও নয়াকান্দি গ্রামের ভোটাররা গেল বুধবার স্মার্ট কার্ড পেয়েছে। অনেকের কার্ডেই ধরা পড়ছে ভুল।
নয়াকান্দি গ্রামের বাসিন্দা সাহেরা বেগম এর কার্ডে স্বামী মিজানুর রহমান বদলে স্মার্ট এনআইডি কার্ডে আছে মিরাজ”। তিনি রেগেমেগে বলেন, আগের কার্ডে স্বামী মিজানুর রহমান এখন স্মার্ট কার্ডে মিরাজ। এমন ভুল করতে পারে?’
একই ক্ষোভ নয়াকান্দি গ্রামের গৃহবধূ আকলিমা বেগমেরও। ‘স্মার্ট কার্ড পাব, এই খুশিতে সকাল থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে কার্ড নিয়ে বাড়ি এসে দেখার পর নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছিল। আমার স্বামীর নামের জায়গায় কার্ডে এসেছে চাচার নাম।
অপরদিকে আনারপুরা গ্রামের মো. মহশিন মিয়ার ছেলে আরিফ হোসেন বললেন, আমার বাবার স্মার্ট কার্ডে তাঁর নামের ইংরেজি বানান ভুল আসছে। আমার বাবা হজে যাবেন। পাসপোর্ট করতে গেলে তো স্মার্ট কার্ডের নামের বানানের সঙ্গে মিলবে না। তখন তো সমস্যা হবে। স্মার্ট কার্ড বিতরণকারী কর্মীদের দেখালাম। তাঁরা বললেন যে পরে সংশোধনের সুযোগ দেওয়া হবে।
সম্প্রতি ভবেরচর ইউনিয়নে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে ভুল তথ্যের ছড়াছড়ি। নয়াকান্দি ও আনারপুরা গ্রামের ভুক্তভোগীরা তাদের ক্ষোভের কথা জানিয়ে বলেন, ভুলের কারণে তাদের সন্তানদের লেখাপড়া, বিদেশ পাঠাতে কিংবা নিজেরা বিদেশ যাওয়ার সময় বিপাকে পরার তারা আশঙ্কা দেখছেন তারা।
তবে যাদের স্মার্ট কার্ডে তথ্য ভুল এসেছে তারা উপজেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করলে কার্ডের ভুল সংশোধন করতে পারবে বলে জানান উপজেলা নির্বাচন অফিস সহায়ক নুরুল ইসলাম।
মানবজমিন
Leave a Reply