নাছির উদ্দিনঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে উপজেলার কুসুমপুর জাগরণী সংসদের মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রেসক্লাবের সবুজ দলকে ২-০ গোলে হারিয়ে লাল দল বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার (কাপ) তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। প্রেসক্লাবের উপদেষ্টা এমদাদুল হক পলাশের সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার। এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ আমিন, উপজেলা মেডিকেল অফিসার ডা. তাইফুল ইসলাম, জাগরণী সংসদ সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী খোকা, সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
Leave a Reply