নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে লটারিরি মাধ্যমে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফল সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে উন্মুক্তভাবে সকলের সামনে লটারি সম্পন্ন করা হয়। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনলাইন ভর্তির ফলাফল লটারীর মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
অনলাইনের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির ৩০৯জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন তার মধ্যে লটারির মাধ্যমে ১৫৩ জন ভর্তির সুযোগ পান । এছাড়া নীতিমালা অনুযায়ী, মুক্তিযোদ্ধা কোটায় ১৫জন, প্রতিবন্ধী কোটায় ৬জন, পোষ্য কোটায় ৬সহ মোট ১৮০জন ভর্তির সুযোগ পাবে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর।
এসময় এসময় উপস্থিত ছিলেন, ইছাপুুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply