মুন্সীগঞ্জে হেরোইন সেবনের দায়ে রানা (৪০) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান ওই সাজা দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত রানা সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুর পাড় এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার গিয়াস উদ্দিন ব্যাপারীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা জানান, সোমবার এক গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন সেবনরত রানাকে আটক করা হয়। এ সময় তার থেকে ছয় পুরিয়া হেরোইন জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি ১০০ টাকা জরিমানা করা হয়।
নয়া দিগন্ত
Leave a Reply