নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে কভার্ড ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ইছাপুরা ইউ পি চেয়ারম্যানের বড় ভাই হাবিব উল্লাহ মিয়া (হাবু) (৫০) নিহত।তার সাথে থাকা তিনজন গুরত্বর আহত হয়েছে।
রবিবার সকাল অনুমান ৮ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঢাকা-মাওয়া সড়কের কুচিয়ামোড়া ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে। নিহত হাবিব উল্লাহ মিয়া (হাবু) উপজেলার ইছাপুরা ইউনিয়নের মৃত এন্তাজ উদ্দিন মিয়ার পুত্র ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়ার বড় ভাই। গুরুত্বর আহতরা হলেন, নিহত হাবিব উল্লাহ মিয়া ওরফে হাবুর কন্যা অহনা আক্তার (১৮), শাশুরী মনোয়ারা বেগম (৬০) ও শ্যালক সাইফুল আলম রনি (৩৩)। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে হাবিব উল্লাহ মিয়া (হাবু) তার নিজস্ব প্রাইভের কার যোগে ঢাকা যাওয়ার পথে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফ্লাইওভারে ঢালে পৌঁছামাত্র সকাল অনুমান ৮ টার দিকে মাওয়া গামী দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চালকসহ প্রাইভেট কারের ভিতরে থাকা ৪ জন জনের মধ্য হাবিব উল্লাহ মিয়া (হাবু), শাশুরী ও শ্যালক ও কন্যা গুরুত্বর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে ঢাকার শ্যামলির ট্রমা সেন্টার হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিব উল্লাহ মিয়া হাবুকে মৃত ঘোষনা করেন। বাকী তিন জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রাইভেট কারের চালক অক্ষত আছে। বিকাল ৫ টায় নিহত হাবিব উল্লাহ হাবুর মুতদেহ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় মর্মে নিহতের পরিবার সূত্রে জানা যায়। নিহত হাবিব উল্লাহ (হাবু)র নিকট আত্নীয় মোঃ নাহিদ হোসেন জানান, গাড়ীতে চালকসহ পিছনের সিটে থাকা চেয়ারম্যান সুমন মিয়ার ভাই হাবিব উল্লাহ (হাবু)সহ তার শ্বাশুড়ি, শ্যালক ও কন্যা ছিলো। দূর্ঘটনায় হাবিব উল্লাহ হাবু হাসপাতালে নেওয়ার পর মারা যান এবং তার শ্বাশুড়ির বুকের পাজরের হাড় ও শ্যালকের পায়ের হাড় ভেঙে যায় ও কন্যা গুরুত্বর জখম প্রাপ্ত হয়। বর্তমানে তাদের শ্যামলির ট্রমা সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply