গাজীপুরের শ্রীপুরে মুন্সীগঞ্জ থেকে ছোট ভাইয়ের লাশ দেখতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বড় ভাই। এই দুই সহোদরের আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা কলমা গ্রামের সুলতান শেখের ছেলে। নিহত বড় ভাইয়ের নাম জামাল শেখ (৬৭), আর ছোট ভাইয়ের নাম জালাল শেখ (৬৫)।
ছোট ভাই জালাল শেখ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় কিতাব প্লাজার বেতার সার্ভিস ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত মাওনা চৌরাস্তায় স্থায়ীভাবে বসবাস করছেন। বড় ভাই জামাল শেখ দীর্ঘদিন যাবত পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।
নিহত জালাল শেখের ছেলে নাহিদ শেখ জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় মাওনা চৌরাস্তায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার পিতা। তার বাবার মৃত্যুর খবর পেয়ে মুন্সীগঞ্জ ও ঢাকা থেকে তাদের আত্মীয়স্বজনরা দেখতে আসেন। জামাল শেখ কিছুটা অসুস্থ থাকায় তার সন্তানেরা নিহত জালাল শেখকে দেখতে আসলেও সঙ্গে আনেননি পিতা জামাল শেখকে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ছোট ভাইয়ের লাশ দেখতে এবং জানাজায় অংশ নিতে একাই মুন্সীগঞ্জ থেকে গাজীপুরের শ্রীপুরে ছুটে আসেন বড় ভাই জামাল শেখ। সকাল সাড়ে ১০টার সময় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছোট ভাইয়ের বাড়িতে উপস্থিত হয়ে ছোট ভাই জালাল শেখের কফিনে শায়িত লাশের মুখ দেখামাত্রই জামাল শেখ আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় জামাল শেখ তার পকেট থেকে নিজেই ইনহেলার বের করে শ্বাস নেন এবং বুকে ব্যথা অনুভব করে ছোট ভাইয়ের লাশের সামনেই মাটিতে ঢলে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
স্বজনরা জানান, দুই ভাই-ই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় জানাজা শেষে ছোট ভাই জালাল শেখের লাশ দাফন করা হয়। আর বড় ভাই জামাল শেখের লাশ মুন্সীগঞ্জে নিয়ে যাওয়া হয়।
যুগান্তর
Leave a Reply