জেলার মিরকাদিমে ৮ম ওস্তাদ মোতালেব পাটোয়ারী ক্লেমন টি২০ ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় রিকাবী বাজার গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে উদ্বোধনীতে স্যালেস্টাইল গ্রুপকে ৩৭ রানে পরাজিত করে শেখ রাসেল ক্রিকেট একাডেমি বিজীয় হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র
আব্দুস ছালাম। এতে গ্রিন ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি মো. রফিকুল ইসলাম সভাপতিত্বে অন্যদের উপস্থিত ছিলেন গ্রিন ওয়েল ফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক ম. মনিরুজ্জামান শরীফ, গোলাম ফারুক জমিদার, আলমগীর দেওয়ান, নাহিদ দেওয়ান, আরিফ হেলালি সবুজ, মো. শিপন জমিদার, মো. সৌরভ আতাউর রহমান রিপন মুন্সী, জাহাঙ্গীর আলম অপু ও হানিফ বেপারী প্রমুখ। এতে খেলাটি পরিচালনা করেন রনি খান , মো. সজিব ও মাসুদ রানা প্রমুখ। এতে প্রায় ২৪টি টিম অংশগ্রহণ করছে।
এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার নিউজজি২৪।
নিউজজি
Leave a Reply