শ্রীনগর উপজেলার গোল্ডেনসিটিতে চাঁদার টাকা না পেয়ে সেপ্টিট্যাংক ভাঙচুর করা হয়েছে। শ্রীনগর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মরহুম হাছান মোড়লের ছেলে আব্দুর রহিমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। গোল্ডেনসিটির ভুক্তভোগী মোকশেদ আলী মাস্টার এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেনসিটির বাসিন্দা মোকশেদ মাস্টারের বাড়ির সেপ্টিট্যাংক বানানোর সময় প্রতিবেশী আব্দুর রহিম মোড়লের বিরোধের সৃষ্টি হয়ে আসছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে রহিম মোড়ল ভবন মালিক মোকশেদ মাস্টারের সাথে কথা কাটাকাটির এক পর্যায় সেপ্টিট্যাংকি ভাঙচুর করে। সরেজমিনে গিয়েও ভাঙচুর করার সত্যতা পাওয়া যায়।
এ সময় প্রতিবেশী জুলহাস শেখ নামে এক ব্যক্তি বলেন, ঘটনার দিন রহিম মোড়ল আমাকেও প্রাণনাশের হুমকি দেয়। উপায় না পেয়ে শনিবার (৭ জানুয়ারি) সকালে শ্রীনগর থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করি।
সেলামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. মোকশেদ আলী বলেন, সেপ্টিট্যাংকি নির্মাণের পর থেকে বিভিন্ন অজুহাতে আমার সাথে বিরোধ করে আসছিল। কিছুদিন আগে সে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় রহিম মোড়ল ক্ষিপ্ত হয়ে বহিরাগতদের নিয়ে আমার সেপ্টিট্যাংকি ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। উপায় না পেয়ে শুক্রবার (৬ জানুয়ারি) থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে জানতে আব্দুর রহিম মোড়লের বাড়িতে গিয়ে তার সাক্ষাৎ পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এএসআই মো. আহসান হাবিব ভাংচুরের সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
নিউজজি
Leave a Reply