শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইজিবাইক পার্কিং ও বিভিন্ন ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টিভদের দৌরাত্ব্যে রোগীদের ভোগান্তি বেড়েছে। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিড়ম্বনা এখন নিত্যদিনের সঙ্গী। স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর জুড়ে যত্রতত্রভাবে পার্কিং করে রাখা হচ্ছে অসংখ্য ইজিবাইকসহ অন্যান্য যানবাহন। এতে জরুরিভাবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটছে।

অপরদিকে হাসপাতালের বহিঃবিভাগের ভিতরে অসংখ্য রিপ্রেজেন্টিটিভদের ভিড়। ডাক্তারদের ব্যবস্থা পত্র দেখার জন্য রোগীর হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিচ্ছে তারা। একে একে মোবাইল ফোনে রোগীর ব্যবস্থা পত্রের ছবি তুলে নিচ্ছে। এতে বেশী হয়রানীর শিকার হচ্ছে নারী রোগী।

শ্রীনগরের ষোলঘরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শৃঙ্খলা বলতে কিছুই নেই এখন। পুরো হাসপাতালের চত্বর জুড়ে অসংখ্য ইজিবাইকের ছড়াছড়ি। চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাঙ্গণ রীতিমত অটোরিকশার স্ট্যান্ডে পরিণত হয়েছে। ডাক্তারদের চেম্বার ও আশে পাশে দাড়িয়ে থাকা রিপ্রেজেন্টিটিভরা ডাক্তারদের ব্যবস্থাপত্র দেখার জন্য হুমরি খাচ্ছেন।

ভুক্তভোগী কয়েকজন নারী বলেন, রিপ্রেজেন্টিটিভ উৎপাতে অসহনীয়। ডাক্তারের চেম্বার থেকে বাহির হতেই আকস্মিক ব্যবস্থাপত্র টেনে নিয়ে ছবি তুলছে। বিভিন্ন প্রশ্নের সম্মূখীন হতে হচ্ছে তাদের। সংশ্লিষ্টদের সঠিক তদারকীর অভাবে এমনটা হচ্ছে বলে মনে করছেন তারা।

মো. নাহিদ নামে এক রোগী বলেন, হাসপাতাল প্রাঙ্গণটি এখন ইজিবাকের দখলে চলে গেছে। অটো চালকরা রোগী নিয়ে আসলেও দীর্ঘ সময় এখানেই পার্কিং করে রাখছে। রিপ্রেজেন্টিটিভ প্রসঙ্গে তিনি বলেন, এরা তো সকাল-বিকাল এখানেই আসা যাওয়া করে দিন পার করেন। হাসপাতালের অভ্যন্তরে প্রেসক্রিপশনের ছবি তোলা নিষেধ থাকলেও তারা মানছেন না। এছাড়া হাসপাতালে রয়েছে বেশকিছু শূন্য পদ। এতে চিকিৎসা সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা মোহাম্মদ শাকিল জানান, আমি এর আগে বিভিন্ন মিটিংয়ে এসব বিষয়ে কথা বলেছি। কোন লাভ হয়নি। এর প্রতিকার চেয়ে পরামর্শ চান তিনি। শূন্য পদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বাহিরে ভিজিটে আছি। দেখে বলতে হবে।

নিউজজি/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.