মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি ফিলিং ষ্টেশনের সামন থেকে এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।তার পরিচয় জানা যায়নি।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বাউশিয়া ইউনিয়নের দাউদকান্দি ফিলিং স্টেশনের সামন থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, স্থানীয় লোকজন দাউদকান্দি ফিলিং স্টেশনের সামনে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে শনাক্তের চেষ্টা চলছে। কিন্তু এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
নয়া দিগন্ত
Leave a Reply