এক্সপ্রেসওয়েতে ডাম্পট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কলেজশিক্ষকের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ডাম্পট্রাকের ধাক্কায় আব্বাস আলী পাটোয়ারী নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী সার্ভিস সড়কে এ দুর্ঘটনার ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলার নিমতলায় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আব্বাস শ্রীনগরের খ্রাহা এলাকার আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কলেজে কাজ শেষ করে সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে বাড়ি ফেরার উদ্দেশে ঢাকার অভিমুখে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকার সার্ভিস সড়কে গিয়েছিলেন আব্বাস আলী। এ সময় একটি ডাম্পট্রাক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় পথচারী ও স্থানীরা তাকে দ্রুত সিরাজদিখানের নিমতলা বাজারের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ শামীম জানান, নিমতলার একটি হাসপাতাল থেকে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। আইনগত পক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শিক্ষকের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক -শিক্ষার্থীদের মাঝে। ঘাতক গাড়িটি দ্রুত আটকের দাবি জানিয়েছেন স্বজনরা।

আরাফাত রায়হান সাকিব/এফএ/এমএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.