মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইছামতি নদীর তীরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের বরাম বাজার সংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে।
উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মো. নাসির উদ্দিন সমকালকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্থানীয়রা ইছামতির তীরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে সেখানে পৌঁছে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। বিকৃত হয়ে যাওয়ায় আঘাতের কোনো চিহ্ন রয়েছে-কিনা বোঝা যাচ্ছে না। আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সমকাল
Leave a Reply