নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিারজদিখানে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ২ জন। আহত ২ জন স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন ।
মঙ্গলবার ও বুধবার উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামে পূর্বশত্রুতার জেরে দিনভর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।
ভুক্তভোগী পরিবারের- মো.সালাম মুন্সী জানান, আমার পাশের বাড়ীর ২ নং ওয়ার্ডেও সাবেক ইউপি সদস্য মো.জাফর আলী মেম্বারের সাথে পারিবারিক বিরোধের জেড়ে জাফর মেম্বারের ছেলে রমজান আলী ,মো.হাবিব ও আমান লোকবল নিয়ে সন্ত্রাসী কায়দায় আমার বাড়ীঘর ,আমার বড় ভাই সেলিম মুন্সীর(৫৮)বাড়ীঘর ,মুদি দোকান,দোকানের গোডাউন,ছোট ভাই আলাউদ্দিনের বাড়ীঘর ব্যাপক ভাবে ভাঙচুর লোট পাট করে নিয়েছে ।
অভিযোগ অস্বিকার করে রমজান আলি বলেন, পূর্ব শত্রুতার জেরে সেলিম মন্সীরা গেলো মঙ্গলবার আমার ছোট ভাই সোহেল হোসেনকে (৩৪) আব্দুল্লাহপুর এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে । বর্তমানে সে আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে । বাড়ী ঘর ভাঙচুরের ঘটনা আমি ফোনে শুনেছি । আমি ঢাকায় অবস্থান করছি বাবাড়ী ঘর কারা ভাঙচুর কেেরছে সে বিষয়ে আমার জানা নেই ।
সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক জানান,আমি কোন অভিযোগ পাইনি ,অভিযোগ পেলে আইন ব্যস্থা নিব ।
Leave a Reply