শ্রীনগরে মৎস্য অভিযানে ৩ জেলেকে জরিমানা

শ্রীনগরে ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২৩’ এর আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার ও নদীতে বাঁধ স্থাপনের অপরাধে ৩ জেলেকে আর্থিক জরিমানা করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত পদ্মা নদীর বাঘড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

নদীতে অবৈধভাবে বাঁধ ও ভেসাল স্থাপন করে মাছ ধরার অপরাধে বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামের স্বপন বেপারী, পশ্চিম বাঘড়ার সনজিত মালো ও মধ্য বাঘড়ার সুকুমার রাজবংশীকে আর্থিক জরিমানা করা হয়। অভিযান চলাকালীন সময় বাঘড়ার বিভিন্ন খাল ও জলাশয়ে মালিকবিহীন এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এসব তথ্য নিশ্চিত করে জানান, বিশেষ কম্বিং অপারেশনের আওতায় দ্বিতীয় ধাপে (১৯-২৬ জানুয়ারি) অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সিদ্দিক মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০’র আওতায় প্রত্যেককে ৫ হাজার করে জরিমানার মোট ১৫ হাজার টাকা আদায় করে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ সরকারি শিশু পরিবার ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এ সময় বাঘড়া ফাড়ির পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.