সদরের মিরকাদিমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে ভুবনগাড়া যুব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে ভুবনগাড়া এলাকায় এ শীতবস্ত্র কম্বল বিতরণ ও শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির।
ভুবনগাড়া যুব কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ফারজান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম কাজল, সংগঠক ম. মনিরুজ্জামান শরীফ মিরকাদিম পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর আসমা আক্তার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল মিয়া, শেখ আব্দুল বাসেত লাভলু, শাহাবুদ্দিন শাহাদ, রানা মিয়া, হিমেল সাদমান রোদ্র, আদনান সহ অন্যরা।
এ সময় ২ জন শারীরিক প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার প্রদান সহ ৩০০ জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নিউজজি
Leave a Reply