মুন্সীগঞ্জের শ্রীনগরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার।
উপজেলার মধ্য বাঘড়া এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটক মো. আবু জর বিন আলী (৩৫) মাদারীপুরের কালকিনি উপজেলার ছিটিখান এলাকার বাসিন্দা। তিনি ঢাকার কাফরুলের ইব্রাহিমপুরে পরিবারের সাথে থাকতেন।
আটক যুবকের পরিবার জানায়, গত দেড় বছর ধরে পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। সে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে। ২০২০ সালের আগে তিনি কাকরাইল মাদ্রাসায় পড়ালেখা করেন। পরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে পরিবার থেকে তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য শাহিন মোড়ল বলেন, ‘গতকাল সন্ধ্যার পরে ওই যুবককে কোরআনের পাতা ছিড়তে দেখা যায়। এরপর বিষয়টি আমি ইউপি চেয়ারম্যানকে জানাই। তিনি থানায় জানালে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়৷’
স্থানীয়রা জানান, গত ১০-১২ দিন যাবৎ ইউনিয়নের বিভিন্ন এলাকায় কোরআন শরীফের ছেড়া অংশ পাওয়া যাচ্ছিল। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, কোরআনের ছেড়া অংশ পাওয়ার অভিযোগ পুলিশ পেয়েছিল। এর মধ্যেই শুক্রবার ওই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সে মানসিক ভারসাম্যহীন।
তিনি বলেন, ‘আটক যুবককে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে তদন্ত করা হচ্ছে।’
নিউজ বাংলা
Leave a Reply