মুন্সিগঞ্জের সিরাজদীখানে ছামসুল হক (৬৫) নামে এক ভিক্ষুকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের তেঘরিয়া কবরস্থান সংলগ্ন ইছামতি নদীর তীরে কচুরিপানার ভেতর ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার শেখরনগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত ইয়াকুবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছামসুল হক শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। গত ৬-৭ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এলাকাবাসীর ধারণা হয়তো গোসল করতে গিয়ে আর ওপরে উঠতে পারেননি। সেখানেই তার মৃত্যু হতে পারে। শনিবার দুপুরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দীন বলেন, স্থানীয়রা মরদেহটি দেখে আমাদের খবর দেয়। পরে সেখানে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ছিলো। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠাচ্ছি।
আরাফাত রায়হান সাকিব/এফএ/এমএস
Leave a Reply