মুন্সীগঞ্জের একটি ব্যাংক থেকে নারী গ্রাহকের ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে প্রতারক চক্রের তিন সদস্য। রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের পুরোনো কাচারীর উত্তরা ব্যাংক লিমিটেডে প্রতারণার শিকার হন পারভীন আক্তার নামের ওই নারী। তিনি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামের সাহেব আলী বেপারির স্ত্রী।
পারভীন বলেন, উত্তরা ব্যাংকের মুন্সীগঞ্জ শাখা থেকে তিনি ৯০ হাজার টাকা তুলে সোফায় বসে গুনছিলেন। এ সময় অচেনা দুই-তিন ব্যক্তি তাঁর পাশে বসে। তাদের একজন তাঁর হাতে ৫০০ টাকার বান্ডেল দেখে বলে, সে ব্যাংকে ১ লাখ টাকা জমা দেবে। তার কাছে সব নোট এক হাজার টাকার জানিয়ে তা নিয়ে ৫০০ টাকার নোটগুলো দিতে বলে।
পারভীন সরল বিশ্বাসে ওই ব্যক্তির হাতে ৯০ হাজার টাকা তুলে দেন। এ সময় সে রাবারে বাঁধা অবস্থায় হাত মুঠো করে এক হাজার টাকার কিছু নোট দেয়। তিনি টাকা গুনতে গুনতে তারা ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা বলে সোফা ছেড়ে উঠে যায়। পারভীন গুনে দেখেন, ১ হাজার টাকার ২০টি নোট ও ১০০ টাকার ৫০টি নোট। সব মিলিয়ে ২৫ হাজার টাকা দিয়ে তাঁর বাকি ৬৫ হাজার টাকা নিয়ে ওই ব্যক্তিরা ব্যাংক থেকে সটকে পড়ে। তিনি ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তাঁদের পরামর্শে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দিয়েছেন।
উত্তরা ব্যাংক মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক হানিফুর রহমান বলেন, ‘ওই গ্রাহকের অভিযোগ পেয়ে তাঁকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেছি। এ সময় তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করি।’ পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিলে তাঁরা সহায়তা করবেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ গ্রহণ করেছেন। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সমকাল
Leave a Reply