আবারও উত্তপ্ত চরাঞ্চল মোল্লাকান্দি, গুলিবিদ্ধ ২ আহত ১০

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিক ইউনিয়নের মুন্সীকান্দি, বেহেরকান্দি, ঢালিকান্দি, নোয়াদ্ধা ও লক্ষিদিঘী গ্রামে এই সসংর্ঘষে ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। এসময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কংশুপুরা গামের মৃত মনু মোল্লার ছেলে পরাণ মোল্লা (১২) ও পুরাবাজারের শাহজালাল মোল্লার ছেলে মো. সুমন মোল্লাকে (১৮) গুরুতর আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়। অন্যান্য আহতদের বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, গুলিবিদ্ধ দুই জনের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গুলির স্প্লিন্টারের আঘাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নে বর্তমানে চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আজকের এই ঘটনা।

ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শওকত দেওয়ান জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে রিপন চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর নেতা তার ছোট ভাই শিপন পাটোয়ারী নেতৃত্বে হঠাৎ করে গ্রামের নিরহ মানুষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় ক্ষতিগ্রস্তরা প্রতিহত করতে গেলে তাদের উপর ককটেল নিক্ষেপ করে গুলি চালিয়ে রণক্ষেত্রে পরিনত করে গ্রামগুলোতে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান সমর্থকদের মধ্যে দুপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কতজন আহত হয়েছে তা নিশ্চিত নই। গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে কিনা তা এখনও জানা যায়নি।

ঢাকা মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.